সিলেটে যাত্রী উঠানো নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক চালককে পিষে মারল অপর অটোরিকশাচালক। সোমবার (৯ মার্চ) সকাল ৬টার দিকে নগরীর মদিনা মার্কেট সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালক মওলুদ হোসেন (৩৫) নগরীর বন কলাপাড়া এলাকার আবদুল আজিজের ছেলে। এ ঘটনায় পুলিশ অটোরিকশা চালক বিশ্বনাথের কাজীরবাজার গ্রামের আবদুস সাত্তারের ছেলে আবু তাহেরকে (২৭) আটক করেছে।
নিহত মওলুদের ছোট ভাই মওদুদ হোসেন বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় আবু তাহেরকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজি অটোরিকশা মদিনা মার্কেট স্ট্যান্ডের সামনে যাত্রী নামিয়ে নতুন যাত্রী তুলতে চায়। তখন স্ট্যান্ডে থাকা স্থানীয় চালকরা তাকে বাঁধা দেন। তখন তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে মওলুদ হোসেনের ওপর অটোরিকশা তুলে দেন সুনামগঞ্জের ওই অটোরিকশাচালক। এতে মাথায় ও শরীরে বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হন মওলুদ। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, মওলুদকে চাপা দেয়া অটোরিকশাচালক আবু তাহেরকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহত চালকের মরদেহ ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।