গোমূত্র আর গোবর সারাবে করোনা ভাইরাস: বিজেপি বিধায়ক
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২০, ২:২৪:৪৭
করোনা ভাইরাস (কোভিট-১৯) আতঙ্কে সারা বিশ্ব। এর মধ্যে ভারতের বিধানসভায় করোনা ভাইরাস নিয়ে হয়েছে আলোচনা। গোমূত্র আর গোবর করোনা ভাইরাস সারাতে পারে বলে বক্তব্য রাখলেন অসম বিজেপির বিধায়ক সুমন হরিপ্রিয়া৷
সোমবার অসমের বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করে নিতান্তই হাসির খোরাক হয়েছেন সুমন হরিপ্রিয়া বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
সুমন হরিপ্রিয়া তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাসের থেকে মুক্তির একমাত্র উপায় গোমূত্র আর গোবর৷ এই দুই জিনিসে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারে যে কেউ৷
গোমূত্র আর গোবরের গুণাবলী বর্ণনা করে অসমের বিধায়ক হরিপ্রিয়া বলেন, আমরা সবাই জানি, গোরব খুবই উপকারি৷ এমনকি গোমূত্রও উপকারি৷ কোনও এলাকা শুদ্ধিকরণ করার জন্য গোমূত্র ব্যবহার করা হয়৷ তাই আমার মনে হয় করোনা ভাইরাস সারাতে এগুলি ব্যবহার করা যেতে পারে৷
বাংলাদেশে গরু পাচার নিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে পৃথিবীতে সবচেয়ে বেশি গো মাংস পাচার করা হয়৷ আর সেটির একমাত্র কারণ ভারত থেকে গরু পাচার৷ কংগ্রেস এতদিন ক্ষমতায় থেকেও যে বিষয়টি একবারও ভেবে দেখেনি৷
এর আগে গত ৩১ জানুয়ারি (শুক্রবার) এক অনুষ্ঠানে ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপানি মহারাজ বলেন, গরুর মূত্র ও গোবর গ্রহণ করলে করোনা ভাইরাসের প্রভাব বন্ধ হয়ে যাবে। যে ব্যক্তি ‘ওঁম নমঃ শিবা’ বলবে এবং গোবর গায়ে মাখবে তিনি রক্ষা পাবেন।
এনডিটিভির খবরে বলা হয়, দিল্লি ও তেলেঙ্গানায় করোনা ভাইরাসের উপস্থিতি মেলেছ। সোমবার ভারত সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।