সুনামগঞ্জে হচ্ছে দেশের ৪৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২০, ১১:৪৭:৩৫
মিরর ডেস্ক : সুনামগঞ্জে হচ্ছে দেশের ৪৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে এ আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ওই আইনের বড় কোনও পরিবর্তন না করেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ‘সুনামগঞ্জ হাওরবেষ্টিত এলাকা। শিক্ষার প্রসারের জন্য সরকার সে এলাকায়ও একটি বিশ্ববিদ্যালয় করছে। অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম, নীতিমাল ও আইন মেনেই নতুন বিশ্ববিদ্যালয়ের আইন করা হয়েছে। এ আইনে ৫৫টি ধারা আছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, সুনামগঞ্জের এই বিশ্ববিদ্যালয়টি ধরলে দেশের মোট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ৪৭টি। এর মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয় ১৭টি, বিজ্ঞান, প্রযুক্তি ও কৃষি বিশ্ববিদ্যালয় ৬টি, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ৪টি এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০টি। অর্থাৎ সুনামগঞ্জের এই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ২০তম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এছাড়া মন্ত্রিসভায় ‘জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি-২০২০’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। কৃষিতে উৎপাদিত পণ্য, চাষাবাদ এবং ফসল তোলা ও বিপণন একসঙ্গে কীভাবে করা যায় সে লক্ষ্য নিয়ে এই নীতিমালাটি করা হয়েছে।
তিনি বলেন, সমবায় ভিত্তিতে বড় জায়গায় একসঙ্গে চাষাবাদ, ফসল উৎপাদন ও বিপণনের ব্যবস্থা কীভাবে করা যায় সেজন্যই এ নীতিমালা করা হয়েছে। এর আগে ১৯৯৬ সালে প্রথম কৃষি সম্প্রসারণ নীতিমালা করা হয়। সেটি এখন পুরনো হয়ে গেছে। এটি আপডেট করেই ২০২০ সালে নতুন নীতিমালা করা হলো।