এমএ খান স্মৃতি সংসদ ইউকে’র মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২০, ১১:৫৬:০৯
স্টাফ রিপোর্টার : রিয়ার এডমিরাল মরহুম এম এ খান স্মৃতি সংসদ ইউকে ও ইউরোপের এর প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আহমেদ সাদিকের সম্মানে এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান আজ রোববার দক্ষিণ সুরমার সিলাম তেলিপাড়ায় অনুষ্ঠিত হয়।
সিলাম শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমীর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার হাজী এম আহমদ আলীর সভাপতিত্বে রিয়ার এডমিরাল মরহুম এমএ খান স্মৃতি সংসদ ইউকে ও ইউরোপ এ মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন-রিয়ার এডমিরাল মরহুম এমএ খান স্মৃতি সংসদ ইউকে ও ইউরোপের এর প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আহমেদ সাদিক।
বিশেষ অতিথি ছিলেন-অনলাইন টেলিভিশন সিল টিভির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মাহবুবুুল আলম মিলন.দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভি ইউরোপ এর দক্ষিণ সুরমা প্রতিনিধি আশরাফুল ইসলাম ইমরান, চ্যানেল এস এর ক্যামেরাপার্সন বেলায়েত হেসেন, নিয়ামাহ বিজনেস গ্রুপের পরিচালক শিক্ষানুরাগী সালেহ আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক দিনকালের ফটো সাংবাদিক এম এ খালিক, দৈনিক আজকালের খবর এর সিলেট ব্যুরো অফিসের স্টাফ ফটো সাংবাদিক এম সারওয়ার হোসেন সৌরভ ও ইফতেখার হোসেন সুজন প্রমুখ।
প্রধান অতিথি প্রবাসী কমিউনিটি নেতা আহমেদ সাদিক বলেন, সিলেট তথা দেশের উন্নয়নে সাবেক যোগাযোগ,কৃষি মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম এ খান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আন্ত:নগর এক্সপ্রেস ট্রেন চালু, সিলেটের লামাকাজী সেতু, শেরপুর সেতু,শাহজালাল সেতুসহ বিভিন্ন বড়বড় সেতু,রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেন তিনি। তার স্মৃতি ধরে রাখার জন্য দেশে ও পৃথিবীর বিভিন্ন দেশে এই সংগঠন কাজ করছে। তিনি বলেন, দেশে এসে সিলেটের মানুষের সাথে মতবিনিময় করতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। তারা মসজিদ,মাদ্রাসা,স্কুল কলেজসহ আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন। তারা ভবিষ্যতে ও দেশের উন্নয়নে কাজ করার আহবান জানিয়ে প্রবাসীদের সুস্বাস্থ্য কামনা করেন।