গোয়াইনঘাটে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৯, ৬:২৬:৪৯
সিলেটের গোয়াইনঘাটে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম আদনান (২)। শুক্রবার (১১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটেছে।
আদনান উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফেজ হোসেন ও জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আফরোজা বেগমের পুত্র।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আদনানের চাচাতো ভাই বাড়ির পাশের একটি নালায় বড়শি দিয়ে মাছ ধরতে যায়। এ সময় আদনান তার অজান্তে পিছু পিছু ছুটে গিয়ে ওই নালার পানিতে পড়ে তলিয়ে যায়। এরপর তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেলে প্রায় ঘন্টাখানেক পর তার লাশ পানিতে ভেসে ওঠে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।