সম্রাটের কার্যালয়ে যা পেল র্যাব
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৯, ৬:২৬:০৪
ক্যাসিনো কেলেঙ্কারিতে আটক যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কার্যালয়ে অভিযান শেষ হয়েছে। রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে অভিযান শেষ করে র্যাব।
এর আগে জল্পনা-কল্পনা শেষে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সহযোগী আরমানসহ তাকে আটক করে র্যাব। গ্রেফতারের পর তাকে সকালেই ঢাকায় নিয়ে আসা হয়। দুপুরে সম্রাটকে নিয়ে তার কাকরাইল কার্যালয়ে অভিযান শুরু করে র্যাব। কয়েক ঘণ্টার অভিযান শেষে কার্যালয় র্যাবের একটি গাড়িতে করে সম্রাটকে নিয়ে যাওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযান শেষে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, সম্রাটের কার্যালয়ে অভিযান চালিয়ে ক্যাঙ্গারুর চামড়া, পাঁচটি গুলিসহ একটি পিস্তল, বিপুল পরিমাণ বিদেশী মদ ও কয়েক’শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।