সিলেটে র্যাবের খাঁচায় পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৯, ৫:৫২:০২
সিলেট জেলার বিয়ানীবাজার থানা থেকে এলাকা অবৈধ পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার (৫ অক্টোবর) রাত বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে রোববার (৬ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন এএসপি মো. আনোয়ার হোসেন । সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন আরিচখা টিলা থেকে পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. ফখরুল ইসলাম (২৫), পিতা- মো. ফারুক মিয়া, সাং- আরিচখা টিলা, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট। গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।