ওমান সালালাহ জমিয়তের কাউন্সিল ও সদস্য সম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৯, ৩:০৬:৪৭
শুক্রবার (৪ অক্টোবর) রাতে ওমানের সালালাস্থ আল কুতাইমি কনফারেন্স হলে ওমান সালালাহ জমিয়ত’র কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।কাউন্সিলে সভাপতিত্ব করেন সালালাহ জমিয়ত কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মুহাম্মদুল্লাহ আল হাসান।
সদস্য সচিব মাওলানা এমাদ উদ্দীন সালিম ও সহকারী সদস্য সচিব মাওলানা মাসুম আল মাহদীর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ওমান কেন্দ্রীয় জমিয়ত’র মুহতারাম সভাপতি মাওলানা রশিদ আহমদ, প্রধান বক্তা ছিলেন ওমান কেন্দ্রীয় জমিয়ত’র সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম সাতবাকী।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা মুতিউর রহমান সাদী, ওমান জমিয়ত’র উপদেষ্টা মাওলানা নজরুল ইসলাম, ওমান জমিয়ত’র কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা নিযাম উদ্দীন, মাওঃ আরশাদ আহমদ, মাওলানা ইয়াকুব শিব্বির, মাওলানা শহিদুল ইসলাম রফিক, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাওলানা জাহিদ নাছির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান উমেদ নগরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মাওঃ শাব্বির আহমদ, মাস্কাট জমিয়ত’র বিশিষ্ট ব্যক্তিত্ব শামীম আহমদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ক্বারী মুহিবুর রহমান, হেফাজত নেতা মাওলানা নুর উদ্দীন, হাফিজ হারুন আহমদ, সালালাহ শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ, জাতীয়তাবাদী দল বিএনপি সালালাহ শাখার সাবেক সভাপতি জনাব নুরু মিয়া, বি এন পি সালালাহ শাখার সাবেক সেক্রেটারি জনাব আক্তার হুসাইন, বি এন পি নেতা জনাব কাওছার আহমদ, জৈন্তাপুর প্রবাসী গ্রুপ নেতা জনাব আব্দুল মুকিত, আবুল হোসাইন, কবির আহমদ, হাফিজ নজরুল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওঃ মামুন বিন রশিদ, মাওঃ মঈনুল ইসলাম, মাওঃ মুশতাক আহমদ,মাওঃ রুহুল বিন শামছুল হক, হাফিজ শাহিদুর রহমান বাবুল, হাফিজ জাকারিয়া বশির, হাফিজ বদরুল আলম,মাওঃ সাঈদ আল মাহদী প্রমুখ। উপস্থিত ছিলেন সালালাহর বিভিন্ন স্টেইটের জমিয়ত নেতৃবৃন্দ।
পরিশেষে সবার সম্মতিক্রমে মাওলানা মোহাম্মদ উল্লাহ আল হাসানকে সভাপতি, মাওলানা এমাদ উদ্দীন সালিমকে সাধারণ সম্পাদক ও মাওঃ মাসুম আল মাহদীকে সাংগঠনিক সম্পাদক, হাফিজ আশিক আহমদকে প্রচার সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ওমান কেন্দ্রীয় জমিয়ত’র সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম সাতবাকী।