সিলেটের দরগাহ মাদ্রাসার দেড় শতাধিক ছাত্র ডায়রিয়ায় আক্রান্ত : ক্লাস বন্ধ
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৯, ২:৪৬:৩৬
সিলেট নগরীর জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার ২ জন শিক্ষক সহ প্রায় দেড় শতাধিক ছাত্র ডায়রিয়া আক্রান্ত হয়ে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মাদ্রাসার এক শিক্ষক জানান, গত ২ দিন থেকে হঠাৎ করে আবাসিক ছাত্ররা ডায়রিয়া আক্রান্ত হতে শুরু করে। ডায়রিয়ায় ২ জন ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে আইসিইউতে রাখা হয়েছিলো। তবে তারা এখন আশঙ্কামুক্ত।
এ ঘটনায় আগামী ১০ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত মাদ্রাসার ক্লাস বন্ধ রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে খাবার থেকে এ রোগ ছড়িয়েছে।