করতে গেলেন রান আউট, খুলে গেল প্যান্ট !
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৯, ১২:১৬:৪২
স্পোর্টস ডেস্ক:
খেলার মাঠে ক্রীড়া নৈপুণ্যের বাইরেও নানান মজার মজার ঘটনা ঘটে। তবে এবার যা ঘটল তা বিব্রতকর হলেও হাসির খোরাক জুগিয়েছে দর্শকের। ক্রিকেট মাঠে রান আউট করতে গিয়ে খুলে গেল প্যান্ট। আর এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঘরোয়া ক্রিকেটে। ঘরোয়া ক্রিকেট হলেও প্যান্ট খুলে যাওয়া ক্রিকেটার ঠিকই আন্তর্জাতিক মানের। সদ্য শেষ হওয়া অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে ভরসা দেওয়া মারনাস লাবুশানের প্যান্টই খুলেছে।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কুইন্সল্যান্ড ও ভিক্টোরিয়ার মধ্যে খেলা চলছিল। সেই ম্যাচে ২৯তম ওভারে ভিক্টোরিয়ার ব্যাটসম্যান উইল সাদারল্যান্ড কভারের দিকে বল মেরে রান নিতে যান। কুইন্সল্যান্ডের ফিল্ডার মার্নাস লাবুশানে ঝাঁপ দিয়ে সেই বল আটকে দেন। আর সেই বল ধরতে গিয়েই ঘটে বিপত্তি! খুলে যায় লাবুশানের প্যান্ট।
প্যান্ট খুলে গেলেও সে দিকে নজর না দিয়েই তিনি বল ছুঁড়ে দেন উইকেটকিপারের হাতে। আর সেই থ্রোতেই ভিক্টোরিয়ার ক্রিশ ট্রিমেন রান আউট হয়ে যান।
ইনস্টাগ্রামে ক্রিকেট অস্ট্রেলিয়া এই ভিডিওটি পোস্ট করে লিখেছে, ‘নো প্যান্টস, নো ওরিস…’।