আরব আমিরাতে একইস্থানে মসজিদ, গির্জা ও সিনাগগ
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ৮:৫৮:১৪
সুরমা নিউজ:
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে নির্মিত হতে যাচ্ছে গির্জা, মসজিদ এবং সিনাগগ সমন্বিত কমপ্লেক্স। এই কমপ্লেক্সে ইসলাম, খ্রিস্টান ও ইহুদী ধর্মের উপাসনালয় হিসেবে যথাক্রমে একটি মসজিদ, একটি গির্জা এবং একটি সিনাগগ নির্মাণ করা হবে। অনন্য ও ঐতিহাসিক এই কমপ্লেক্সটিকে ‘আব্রাহামিক পরিবার ঘর’ নামে অভিহিত করা হয়েছে। ২০২২ সালে এটির নির্মাণ কাজ সম্পন্ন হবে। এই কমপ্লেক্সের নকশা তৈরি করেছেন বিশ্ববরেণ্য এবং পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান স্থপতি স্যার ডেভিড অ্যাডজয় ওবি।
স্থপতি স্যার ডেভিড অ্যাডজয় বলেন,‘আমি সম্মানিত বোধ করছি যে আমার নকশাটি নির্বাচন করা হয়েছে। আমি বিশ্বাস করি যে- আমরা যে ধরণের পৃথিবীতে বাস করতে চাই আমার স্থাপত্যশৈলীর মাধ্যমে তেমন একটি সহনশীল, উন্মুক্ত এবং অবিচ্ছিন্ন অগ্রগতি সাধিত হবে। আমরা আশা করি আমরা এমন একটি সুন্দর স্থাপনার জন্য পরিকল্পনা তৈরি করেছি যা তিনটি ধর্মকে উদযাপন করে। স্থানটি পৃথিবীর জন্য উন্মুক্ত হবে এবং আমাদের আশা এই স্থাপনার মাধ্যমে সমস্ত ধর্মের ভবিষ্যৎ প্রজন্মকে শান্তিপূর্ণ সহাবস্থান শিখতে সাহায্য করবে।’
পন্টিফিক্যাল কাউন্সিল ফর ইন্টাররিলিজিয়াস ডায়ালগের সভাপতি মিগুয়েল অ্যাঞ্জেল বলেছেন,‘এই প্রচেষ্টা মানবতার জন্য গভীর গতিশীল মুহূর্ত। যদিও দুঃখের বিষয় ধর্মীয় বিদ্বেষ এবং বিভাজনের সংবাদ আমরা প্রায়ই দেখতে পাই, সেখানে ‘আব্রাহামিক পরিবার ঘর’ নির্মাণের মাধ্যমে আমাদের মধ্যে আন্তঃধর্মীয় সংলাপ, পারস্পরিক জ্ঞান এবং নির্মাণের সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং ভ্রাতৃত্বপূর্ণ একটি শান্তির পৃথিবী প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
উল্লেখ্য, একটি কমপ্লেক্সের ভিতরেই বিশ্বের প্রধান তিনটি একত্ববাদী ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ের সহাবস্থান পৃথিবীতে এটাই প্রথম। এমন ভ্রাতৃত্বপূর্ণ সাম্প্রদায়িক সহাবস্থান মধ্যপ্রাচ্যসহ সমগ্র বিশ্বে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বৃদ্ধি করবে বলে প্রত্যাশা সকলের।