মাধবপুরে দোকান থেকে ১১ বস্তা ভিজিডির চাল জব্দ
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৯, ৭:০৪:৩৮
মাধবপুর প্রতিনিধি:
মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে একটি দোকান থেকে হত দরিদ্র মহিলাদের জন্য বরাদ্দকৃত ভিজিডির ১১ বস্তা চাল জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাঘাসুরা বাজারের মাসুক মিয়ার দোকানে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান উল্লেখিত পরিমাণ চাল জব্দ করেন। মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা জানান, দু:স্থ নারীদের জন্য বরাদ্দকৃত এ চাল বণ্টনের জন্য চেয়ারম্যানের নামে ডিও ইস্যু করা হয়। কিন্তু এ চাল কিভাবে কালো বাজারে গেল তা বলতে পারছি না। একটি তদন্ত কমিটি করে বিষয়টি দেখা হবে।
ইউপি সদস্য কামাল মিয়া জানান, ১১ বস্তা চাল সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান জব্দ করে আমার জিম্মায় রেখে গেছেন। এ চালের মধ্যে সিদ্ধ ও আতপ চাল রয়েছে। বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন জানান, তিনি চাল বিতরণে ছিলেন না। কামাল মেম্বার চাল বিতরণের দায়িত্বে ছিলেন। চালগুলো কিভাবে কালোবাজারে গেল আমার জানা নেই। সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান জানান, চালগুলো কিভাবে কালবাজারে গেল তা তদন্ত করে দেখা হবে। মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করতে বলা হয়েছে।