জাতীয় ব্যাডমিন্টনে রাজত্ব সিলেটিদের, এবার চ্যাম্পিয়ন গৌরব
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ৮:০৬:৫৮
স্পোর্টস ডেস্ক:
ব্যাডমিন্টনে রাজত্ব সিলেটের তারকাদের হাতে। ন্যাশনাল চ্যাম্পিয়ন তারকারা বরাবরের মতোই সিলেটের। এবার জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নও সিলেটের। শেখ রাসেল জাতীয় জুনিয়র ও সাব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের অনুর্ধ্ব-১৮ এককে চ্যাম্পিয়ন হয়েছেন গৌরব সিংহ।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেণের ব্যবস্থাপনায় ফেনীতে অনুষ্টিত এই টুর্ণামেন্টের অনুর্ধ্ব-১৮ দ্বৈতে রানার্সআপও হয়েছে সিলেটের জুটি। সিলেটের গৌরব ও মাঙ্গাল ফাইনালে হেরে রানার্সআপ হয়ৈছেন। আপ হয়েছে সিলেটের গৌরব সিংহ ও মাইবাম মাঙ্গাল।
সিলেটের জুনিয়র এই শাটলারদের অভিনন্দন জানিয়েছেন জেলার ক্রীড়া কর্মকর্তারা। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন ও মিসেস নাজনীন হোসেন, সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শামীম ও সম্পাদক লিয়াকত হোসেন অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গৌরব-মাঙ্গালকে।