কানাইঘাটে স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করলেন হাফিজ মজুমদার
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১:৩১:০৪
কানাইঘাট প্রতিনিধি:
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করেছেন। রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় কানাইঘাট পৌরসভার আন্দু নদীর তীরে স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে যান তিনি।
এ সময় কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জায়গার মাটি ভরাট করে খেলার উপযোগী করে দেওয়ার জন্য হাফিজ আহমদ মজুমদার এমপির কাছে দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক লুৎফুর রহমান প্রমুখ।