এমন জামা কেন পরেছেন ঋতাভরী চক্রবর্তী
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২০, ১:১৩:১৬
বিনোদন ডেস্ক: সিরিয়াল দিয়ে শুরু। তারপর মডেলিং। সঙ্গে একের পর এক টালিউড থেকে বলিউডের ছবি। শুধু ছবি নয় নামী-দামি বিপণন সংস্থার প্রধান মুখও তিনি। তিনি ঋতাভরী চক্রবর্তী। সদ্য শেষ হয়েছে ঋতাভরীর পরবর্তী ছবি ব্রহ্মা জানেন গোপন কম্মটির শ্যুটিং। এই ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায়।
শ্যুটিং পর্ব শেষ হতেই আলোচনায় এ অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় খুবই সুন্দর সুন্দর ছবি পোস্ট করেন তিনি। লাস্যময়ী ঋতাভরীর সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফলোয়ার। সকলেই মুগ্ধ সুন্দরীর ছবিতে।
তবে সুন্দরী এবার হলেন ট্রোলড। ঠাণ্ডা কনকনে নিউ ইয়র্কের রাস্তায় সকলে যখন শীত বস্ত্র পরে ঘুরছেন, তখন সুন্দরীর গায়ে স্বল্পবাস। সকলেই প্রশ্ন তুলছেন যে, কেন ঋতাভরী এমনভাবে কম জামা পরেছেন। প্রশ্ন উঠছে যে, তার পায়ে কি ঠাণ্ডা লাগছে না?