বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৫, ৪:৩১:৫১
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগান থেকে বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে বন বিভাগের কর্মীরা বানরটি উদ্ধার করেন।
সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ সূত্রে জানা গেছে, নালুয়া চা-বাগানের একজন শ্রমিক দুপুরে একটি লজ্জাবতী বানর দেখতে পান। বানরটি পথ হারিয়ে বন থেকে নালুয়া চা-বাগানে ঢুকে পড়ে। পরে ওই শ্রমিক কৌশলে বানরটি ধরে তার বাড়িতে নিয়ে যায়। বিষয়টি জানতে পারে হবিগঞ্জ বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সাতছড়ি রেঞ্জ অফিস। সঙ্গে সঙ্গে সাতছড়ি বন কর্মকর্তারা নালুয়া চা-বাগানে ওই শ্রমিকের বাড়িতে অভিযান চালিয়ে লজ্জাবতী বানরটি উদ্ধার করে।
উদ্ধার করা বানরটির বয়স ৬ থেকে ৭ বছর হবে। একে একটি পূর্ণবয়স্ক বানর হিসেবে ধরা যায়।
লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম (Nycticebus bengalensis)। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএনের লাল তালিকায় লজ্জাবতী বানরকে রাখা হয়েছে ‘বিপন্ন’ ক্যাটাগরিতে। এর মানে হল, এই প্রাণীর প্রজাতি প্রকৃতিতে বিলুপ্ত হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। নিশাচর এ প্রাণীর দেখা মেলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বনে।
সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, লজ্জাবতী বানর বাংলাদেশে সংখ্যায় খুবই কম দেখা যায়। প্রাণীটি দেখতে অত্যন্ত সুন্দর। লজ্জাবতী বানর সাধারণত বিভিন্ন ধরণের পোকামাকড় ও গাছের কষ খেয়ে বেঁচে থাকে। বানরটি বনে অবমুক্ত করা হবে।