ভোলাগঞ্জে মাটি ধসে শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ৫:৩৬:৪৫
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারে রাতের আধারে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি ধসে এক শ্রমিকে মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিকের নাম কয়েস (৪০)। তিনি নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মোনরাজ মেম্বারের ছেলে।
বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাঙ্কারের সংরক্ষিত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তারা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গত ১৩ জানুয়ারি সকালে রোপওয়ে বাঙ্কারে সংরক্ষিত এলাকায় পাথর তুলতে গিয়ে লিটন মিয়া নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান গণমাধ্যমকে জানান, কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতাল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।