জগন্নাথপুরে আল-মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ও করিম ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগ ৪ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা প্রদান
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২:১৩:০১
স্টাফ রিপোর্টার : জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুরে গতকাল রোববার সকাল দশটায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প হয়। ভোর থেকেই দশ থেকে বারোটি গ্রামের মানুষ এসে জড়ো হন সেখানে। শিশু থেকে শুরু করে প্রবীণরাও সেবা নিতে ছুটে আসেন। খোলা হাওরের বিশাল প্যান্ডেলের নিচে বিকেল পর্যন্ত সেবার দরজা সবার জন্য খুলে রাখা হয়। মানবতার ডাকে সাড়া দিয়ে সেই কাজটি যৌথভাবে করেছে করিম ফাউন্ডেশন ট্রাস্ট এবং আল-মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট।
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু সম্পাদক ও করিম ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান সাপ্তাহিক বাংলা মিরর ও অনলাইন পোর্টাল সিলেট মিরর সম্পাদক আব্দুল করিম গণি এই মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত সিনিয়র সাংবাদিক চ্যানেল আই’র বিশেষ প্রতিবেদক মোস্তফা মল্লিক এবং দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার রাকিব উদ্দিন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন অন্তত ৪০০ জন হতদরিদ্র অসুস্থ রোগী। তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও বিভিন্ন পরীক্ষা করানো হয়। পাশাপাশি ওষুধও দেওয়া হয়। বেশিরভাগ রোগী ছিলেন নিম্ন আয়ের, মানুষ যাদের মধ্যে নারী-শিশুও ছিলেন। অভিভাবকের সাথে এসেছে বিশেষ শিশুরা। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষগুলো ফাউন্ডেশনের এই সেবা পেয়ে খুশি হয়েছেন, সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার আহমাদ সেলিম’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিক মোস্তফা মল্লিক বলেছেন, যারা অস্বচ্ছল তাদের গ্রাম থেকে শহরে গিয়ে চিকিৎসা সেবা ও টেস্টের জন্য অনেক টাকা খরচের সামর্থ থাকেনা। তবে এই ক্যাম্পের কল্যাণে সুবিধাবঞ্চিত সেই মানুষগুলো বিনাম‚ল্যে চিকিৎসা, ওষুধ পেয়েছেন। এটি অনন্য একটি কাজ।
বিশেষ অতিথি রাকিব উদ্দিন বলেছেন, আব্দুল করিম গণির মতো সমাজের বিত্তশালীরা যদি এভাবে মহৎ উদ্যোগ নিয়ে না আসেন তাহলে সমাজের পরিবর্তন আসবে না। অসহায় মানুষগুলোর প্রতি সামর্থ্যবান মানুষের সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। সেই জায়গা থেকে সবার কাজ করা উচিত।
এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, সিনিয়র রিপোর্টার এনামুল হক রেনু, পাইলগাঁও ইউনিয়ন সদস্য শাহান আহমদ, চ্যানেল এস জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, সাংবাদিক আলী আহমদ, সুমিত রায়, রুম্মান আহমেদ প্রমুখ।
করিম ফাউন্ডেশনের কর্ণধার আব্দুল করিম গণি বলেছেন, করিম ফাউন্ডেশন ট্রাস্ট একটি অরাজনৈতিক মানবিক জনসেবাম‚লক সংগঠন। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে ফাউন্ডেশন কাজ করে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিশেষজ্ঞ চিকিৎসক ও ভার্ডচক্ষু কেন্দ্রের চিকিৎসক ও সেবিকারা দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করেন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো চ্যানেল এস।