আল্লাহ আমাকে দিয়ে কাজ করাতে চান বলেই বাঁচিয়েছেন: হাসিনা
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৫, ৮:৩৯:৫২
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিওবার্তা অনলাইনে শেয়ার করেছে তার দল আওয়ামী লীগ। ছাত্র-জনতার তীব্র প্রাণঘাতি গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট, দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা। নতুন অডিও বার্তায় বলেছেন, ২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পান তিনি। হাসিনার ভাষ্য, তার মাধ্যমে আরও কাজ করাতে চান বলেই ওই দিন আল্লাহ বাঁচিয়েছেন।
পুলিশের নির্বিচার গুলি, নিষ্ঠুর বলপ্রয়োগ, ছাত্র-জনতার ব্যাপক প্রাণহানির মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা আন্দোলন গণবিক্ষোভে রুপ নেয়। হাসিনা ষড়যন্ত্রের অভিযোগ তুলে দাবি করেছেন, ৫ আগস্ট তাকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল।
শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপে বোন শেখ রেহানাকে নিয়ে ঢাকা ছেড়ে দিল্লিতে উড়াল দেন হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করার পর কয়েক মিনিটের মধ্যে জনতার দখলে চলে যায় তার বাসভবন।
ওইদিনের স্মৃতিচারণ করে অডিও ক্লিপে কান্নাজড়িত কণ্ঠে শেখ হাসিনা বলেন, ‘মাত্র ২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমরা। আমি ২১ আগস্টের হামলা থেকে বেঁচেছি। কোটালিপাড়ায় বোমা হামলা থেকে বেঁচেছি, ৫ আগস্টের হামলা থেকে বেঁচেছি। নিশ্চয়ই আল্লাহর ইচ্ছে রয়েছে। নয়তো আমি এ বার বাঁচতাম না।’
গণহত্যা, গুম ও মানবিধকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা পরবর্তীতে আপনারা দেখেছেন। তবুও এটা আল্লাহর একটা রহমত। আল্লাহ আমাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চান বলেই হয়তো আমি এখনও বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘরছাড়া। তারা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে।’
ক্ষমতায় আসীন থাকতে গত ১৫ বছরে বলপূর্বক গুম ও বিচার-বহির্ভূত হত্যার একাধিক অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত তিনটি জাতীয় নির্বাচনে একতরফাভাবে আয়োজনে অভিযুক্ত তার দল আওয়ামীলীগ।
বিশেষ করে গত জুলাই-আগস্টে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে।