জাফলংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১০
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৯:০৪:১৪
সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী বাস টিলার নিচে খাদে পড়ে গেছে। এতে বাসে ১০ যাত্রী সামান্য আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে জাফলংয়ের বিজিবি ক্যাম্পের পাশের উঁচু টিলা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিলেট থেকে নগর এক্সপ্রেসের একটি মিনিবাসে ২৩ জন যাত্রী নিয়ে জাফলংয়ের উদ্দেশে রওনা হয়েছিল। জাফলং বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে বাসটি পার্কিং করতে গিয়ে উঁচু পাহাড় থেকে ১০ মিটার নিচে যাত্রীসহ পড়ে যায়। এর আগে বাস থেকে কয়েকজন যাত্রী নেমে গিয়েছিলেন। বাসটি খাদে পড়ে গেলে বাসে থাকা চালকসহ ১০ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিক জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
বাসের যাত্রী রাকিবুল হাসান বলেন, তাঁরা সিলেট নগরের ভাতালিয়া থেকে জাফলংয়ে ঘুরতে গিয়েছিলেন। জাফলং পৌঁছার পর পার্কিং করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিষয়টি নিশ্চিত করে জাফলং টুরিস্ট পুলিশের পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন বলেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা যাত্রীরা। বাসে থাকা কয়েকজন হালকা আঘাত পেয়েছেন। তাঁদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।