সিলেটে পিস্তল ও ৮ লক্ষাধিক টাকাসহ নারী মাদক কারবারি আটক
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪, ১১:৩৮:০৭
সিলেট: সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জে বিদেশি পিস্তল-ছোরা, গাঁজার চালান ও ৮ লক্ষাধিক টাকাসহ হোছনা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার গৌখালেরপাড় গ্রামে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
তিনি ওই গ্রামের কাছাব আলীর স্ত্রী।
পুলিশ জানায়, অভিযানকালে কাছাব আলীর ঘর থেকে একটি বিদেশি পিস্তল, ফোল্ডিং ছোরা, খালি ম্যাগাজিন, পাঁচ কেজি গাঁজা ও ৮ লাখ ৪৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, গৌখালেরপাড় এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গৌখালেরপাড় গ্রামে অভিযান চালিয়ে হোছনা বেগমকে আটক করা হয়।
তিনি বলেন,অভিযানকালে কাছাব আলী ঘর থেকে একটি বিদেশি পিস্তল, ফোল্ডিং ছোরা, খালি ম্যাগজিন, পাঁচ কেজি গাঁজা ও ৮ লাখ ৪৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক হোছনা বেগমসহ ৩ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। এ ঘটনায় হোছনা বেগমকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।