সিলেট সীমান্তে ৭০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৪, ৮:১০:৫৪
সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৭০ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।
এতে বলা হয়, বুধবার (২০ নভেম্বর) বিজিবি সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি রসুন, সুপারি, ভারতীয় মোটসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ ৩ হাজার ৯০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে চোরাচালানের মালামাল জব্দ করা হয়।
আটক চোরাচালানের মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।