মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৪, ১১:২৯:১৩
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টায় মাধবপুর থানার এএসআই আতিকুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর পৌরসভার মিনি স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে আদালত এক বছরের সাজাপ্রাপ্ত মুহাম্মদ হাফিজ আবিদ আলী (৪৫) কে গ্রেফতার করেন।
সে বুল্লা ইউনিয়ন বানেশ্বর গ্রামের আজগর আলী মাস্টার এর পুত্র।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।