আর হয়তো ১০ বছর অভিনয় করবো : আমির খান
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৪, ৮:১৫:২৭
বলিউড অভিনেতা আমির খান। অভিনয়ের সূচনা হয়েছিল শিশু অভিনেতা ‘ইয়াদোঁ কি বারাত’ সিনেমার মাধ্যমে। তবে প্রধান চরিত্রে তার অভিষেক ঘটে ‘কয়ামত সে কয়ামত তক’ সিনেমাতে। যা তাকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করে, এরপর তিনি অসংখ্য ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন।
মহামারি করোনার সময় ভেবেছিলেন তিনি অভিনয় ছেড়ে দেবেন। কিন্তু পরিবারের অনুরোধেই অভিনয়ে ফিরে আসেন আমির খান। তারপরেও সমস্যা তার অভিনীত ‘লাল সিংহ চড্ডা’ ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। তারপর বিরতি নিলেও ফের অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।