সাগরদিঘীরপাড়ে ছুরিকাঘাতে যুবক খু ন
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৪, ১১:৩৬:২৪
সিলেট নগরীর সাগরদিঘীরপাড়ে দুর্বৃত্তদের ছুরকাঘাতে খুন হয়েছেন শাওন আহমদ (২৫) নামে এক যুবক।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাওন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাওন আহমদ নগরীর সুবিদবাজার বনকলা পাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাওন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ সূত্র জানায়, শাওন তার সহপাটিদের হামলা আহত হয়ে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় কাউকে সনাক্ত কিংবা আটক করতে পারেনি পুলিশ।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, রাত ৮টার দিকে শাওনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। আশঙ্কাজনক হওয়াতে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।