এক যুগ পর জগন্নাথপুরে ফিরছেন যুক্তরাজ্য বিএনপি নেতা কয়ছর এম আহমদ
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৪, ৭:২১:৪৬
জগন্নাথপুর প্রতিনিধি : যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বাংলাদেশে ফিরছেন।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, আগামী ২২ অক্টোবর এক যুগ পর দেশে ফিরছেন তিনি।
জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ বলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সফল সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ যুক্তরাজ্য থেকে ১৬ অক্টোবর সৌদি আরবে পবিত্র উমরাহ পালনের উদ্দেশে যাবেন। উমরাহ পালন করে ২২ অক্টোবর ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী বিমান বন্দরে পৌঁছাবেন। আমরা অর্থাৎ জগন্নাথপুর বিএনপি পরিবার এর নেতাকর্মীরা তাকে সেখানে অভ্যর্থনা জানানোর পাশাপাশি জগন্নাথপুর নিয়ে আসব।
তারা বলেন, প্রিয় নেতা কয়ছর এম আহমদসহ প্রায় ৭৫ জন বিএনপি নেতা এক সাথে দেশে আসছেন। ২২ অক্টোবর জগন্নাথপুর পৌর পয়েন্টে কয়ছর এম আহমদকে সংবর্ধনা প্রদান করা হবে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানাচ্ছি।