ভাস্কর-এর আয়োজনে প্রয়াণদিবসে বক্তারা
কবি দিলওয়ার মানবিকতায় ছিলেন অনন্য
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৪, ৮:২০:৩৪
গণমানুষের কবি দিলওয়ার ছিলেন আমাদের অহংকার। সাধারণ মানুষকে নিয়েই ব্যাপৃত ছিল তার চিন্তার জগৎ। তিনি আত্মকেন্দ্রিক না হয়ে উঠেছিলেন সবার। সাংবাদিকতা, শিক্ষকতা, অনুবাদক, মুক্তিসংগ্রাম, দেশপ্রেম, প্রগতিশীলতা ও মানবিকতায় ছিলেন অনন্য। । ভাস্কর-এর আয়োজন কবি দিলওয়ার প্রয়াণদিবস পালনে বক্তারা একথাগুলো বলেন।
গণমানুষের কবিমানুষের কবি, বাংলা একাডেমি পুরষ্কার ও একুশে পদক প্রাপ্ত কবি দিলওয়ারের ১১তম প্রয়াণদিবস উপলক্ষ্যে লিটল ম্যাগাজিন ভাস্কর-র উদ্যোগে প্রিয় কবির স্মরণে নিবেদিত লেখাপাঠ- আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্সটাবর) সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেটের টিলাগড়স্থ গোপালটিলার ভাস্কর ভবন-এ আলোচনা ও নিবেদিত লেখাপাঠের আসরে ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গল্পকার জামান মাহবুব।
আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুসেন্দ্র চন্দ্র সরকার ও কবি-অধ্যাপক জান্নাত আরা খান পান্না।
আলোচনা ও নিবেদিত লেখা পাঠে অংশগ্রহণ করেন কবি আলিম উদ্দিন আলম, স্বপন দাস, অলক রঞ্জন রায়, রঞ্জু রানী রায় ও অনিরুদ্ধ রায় পরাগ। অনুষ্ঠানের শুরুতে কবির স্মৃতির শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা আরো বলেন, কবি দিলওয়ার তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমে মানবতা জয়গান করেছেন। কবিতায় বিশেষ অবদানের জন্য দিলওয়ার বাংলা একাডেমি পুরষ্কার ও একুশে পদক অর্জনের মাধ্যমে বাংলা কবিতায় নিজস্ব একটি স্থান দখল করে আছেন। দিলওয়ার আমাদের অহংকার। কবির রচনাবলী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাঁকে যথাযথ মূল্যায়নে আমাদেরকে আরো সক্রিয় হতে হবে- বিজ্ঞপ্তি