ছাত্রদের বিজয়কে অভিন্দন জানিয়ে সুশীল সমাজ, জামালগঞ্জ’র পথসভা
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৪, ৮:১৫:০৬
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়কে সাধুবাদ ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়েছে সুশীল সমাজ, জামালগঞ্জ। পাশাপাশি দেশে শান্তি-শৃংখলা বজায় রাখতে সর্বমহলের প্রতি আহবান জানানো হয়েছে।
গতকাল বুধবার জামালগঞ্জ ও সাচনা বাজারে অনুষ্ঠিত র্যালি শেষে পথসভায় বক্তারা ছাত্র আন্দোলনের এ বিজয়কে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেন।
মো. আব্দুর রবের নেতৃত্বে পথসভায় বক্তারা আরও বলেন, সর্বাবস্থায় জামালগঞ্জের রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখা এবং জনসাধারণের জানমাল রক্ষার দায়িত্ব আমাদের। শান্তির জনপদ জামালগঞ্জে যেন কোনো মারামারি-হানাহানি, ভাংচুর-লুটপাট না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন শৈলেন্দ্র দেব নাথ, দেশ প্রবাস সভাপতি নূরুল হক, খুরশেদ আহমদ, তাহমিনা বেগম, বরাত হোসেন, মাসুম, আব্দুলালাহ আল মামুন, জুবায়ের আহমদ প্রমুখ।- বিজ্ঞপ্তি