দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৪, ২:২৯:৫০
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের দলুয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শওকত আকবর (৬০) দলুয়া গ্রামের মৃত আব্দুর রফিক তালুকদারের ছেলে।
এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করেছে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের ১৫টি বসত বাড়িতে ব্যাপক ভাংচুর ও কয়েকটি বাড়ির মালামাল লুটপাটের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন- দলুয়া গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে ফরহাদ (২২), জায়ফর আলীর ছেলে তাজ মিয়া (৪০), বাবুল মিয়ার ছেলে সায়েক মিয়া (১৬), মৃত কিতাব আলীর ছেলে জয়মুনুর (৩৫), কিতাব আলীর ছেলে ফিরোজ আলী (৪০), মৃত মনোহর আলীর ছেলে মতিন মিয়া (৩০), মৃত অনাই মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৭০), মৃত সঞ্জব আলীর ছেলে আলী হোসেন (৩৫), আবু তাহেরের ছেলে মিজানুর রহমান (২৪), জাহির উদ্দিনের ছেলে আল আমিন (৩৩), সামছুল আলমের ছেলে ফয়েজ (৩০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দলুয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গোষ্ঠীভিত্তিক পূর্ব বিরোধ চলে আসছে। এর একপক্ষে তৈয়বুর রহমান ও অপরপক্ষে নেতৃত্ব দেন ইছুব আলী। তুচ্ছ বিষয় নিয়ে প্রায়ই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। ২০২২ সালের ১০ জুলাই দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত হন।
সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী জয়া সেনগুপ্তার পক্ষে অবস্থান নিয়ে দু’পক্ষের বিরোধ চাঙা হয়ে ওঠে। ১৩ জানুয়ারি নির্বাচন পরবর্তী দুইপক্ষের সংঘর্ষে ৭জন আহত হন। এরপর থেকে গ্রামে উত্তেজনা বিরাজ করছিল। গত একসপ্তাহে দুইপক্ষ কয়েকবার সংঘর্ষের প্রস্তুতি নিলেও স্থানীয় সালিশি ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বৃহস্পতিবার দুপুরের দিকে দু’পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে একে অপরের বসতবাড়ি ভাংচুর করে। সংঘর্ষে ইছুব আলীর পক্ষের ১জন নিহতের সংবাদ ছড়িয়ে পড়লে অপরপক্ষ ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সুযোগে ইছুব আলীর পক্ষের লোকজন তৈয়বুর রহমানের পক্ষের লোকদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েক বাড়ি থেকে মালামাল লুটপাট করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কমর্ককর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। গ্রামের পরিবেশ শান্ত আছে। এ ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।