পূর্ব লন্ডনে বন্দুকধারীদের হামলায় নিহত ১, আহত ২
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯:৫৮
বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনে বন্দুকধারীদের হামলায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুইজন। নিহত একজন পুরুষ (২০), আহত নারী (৪২) এবং কিশোর (১৬ )। ৫ই ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের হ্যাকনি কাউন্সিলের লোয়ার ক্ল্যাপটন ভাইন রোডে শুটিংয়ের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডটির তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। আকস্মিক হত্যাকাণ্ডের জন্য উদ্বিগ্ন হ্যাকনি কাউন্সিলের বাসিন্দারা। তারা বলেছেন, এই এলাকায় এমন হত্যাকাণ্ড ঘটতে পারে তা অবিশ্বাস্য।
হ্যাকনির মেয়র ক্যারোলিন উডলি এবং কমিউনিটি সেফটি বিষয়ক মন্ত্রিপরিষদ সদস্য সুসান ফাজানা-থমাস এক বিবৃতিতে বলেছেন, “আমরা এটা জেনে গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত যে, ভাইন ক্লোজ, হ্যাকনি ডাউনস-এ মারাত্মক গুলি চালানোর পর একজন মারা গেছেন, আরও দুইজন আহত হয়েছেন। আমাদের চিন্তাভাবনা এবং সমবেদনা যারা ক্ষতিগ্রস্ত, তাদের পরিবার, প্রতিবেশী এবং বন্ধুদের জন্য।
যদিও হ্যাকনিতে এই ধরনের ঘটনা বিরল। আমরা জানি যে, গত রাতের ঘটনাগুলো স্থানীয় জনগণের জন্য উদ্বেগের কারণ হবে। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই- সৌভাগ্যবশত বিচ্ছিন্ন ঘটনাগুলো প্রতিরোধ করার জন্য আমরা যথাসাধ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাওয়ার জন্য আগামী দিনে এলাকায় কাজ করবে। কাউন্সিল অফিসাররা পুলিশকে সমর্থন করবে এবং সম্প্রদায়ের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের আশ্বস্ত করতে সাহায্য করবে।”
তদন্তের স্বার্থে লন্ডন মেট্রোপলিটন পুলিশ মামলার পুরো বৃত্তান্ত প্রকাশ করেনি।