সিলেট নগরের বন্দরবাজার থেকে বিএনপি-জামায়াতের ৬ জন আটক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩, ৮:২৮:২৫
সিলেট নগরের বন্দরবাজার এলাকায় করিম উল্লাহ মার্কেটের সামনে ছাত্রদল-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ৬ পিকেটারকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে অবরোধ ও হরতালের সমর্থনে জেলরোড এলাকা থেকে মিছিল বের করে যুবদল। মিছিলটি বন্দরবাজারে এলে মহাজনপট্টি থেকে শিবিরের মিছিলও একই পয়েন্টে আসে।
হরতাল-অবরোধের প্রতিবাদে ছাত্রলীগের একটি মিছিল ও স্বেচ্ছাসেবক লীগের একটি মোটরসাইকেল মিছিল বিপরীত দিক থেকে শান্তি সমাবেশের দিকে যাচ্ছিল, হঠাৎই তাদের ওপর একযোগে হামলা করে যুবদল ও শিবিরের কর্মীরা। এসময় কয়েকজন স্বেচ্ছাসেবক লীগের কর্মী আহত হয়। ভাঙচুর করা হয় কয়কটি যানবাহন।
এক পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ মিলিত হয়ে বিএনপি-জামায়াতকে ধাওয়া দিলে পিছু হটতে বাধ্য হয়।
এরপর বিপুল সংখক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।