জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে’র নতুন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ৮:৫৪:১৭
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে’র নতুন কমিটি (২০২৩-২৫) ঘোষণা করা হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী চন্দন মিয়াকে সভাপতি, সাবেক অধ্যাপক সৈয়দ আশফাক আহমদকে সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুমিনকে ট্রেজারার করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি : মোহাম্মদ বশির মিয়া, সহ-সভাপতি : আলমগীর হোসেন (রুশন আলী), হাফিজুর রহমান লাকু, মো. তোফাজ্জল হোসেন, মো. নাসির উদ্দিন, আব্দুল মান্নান বশির লুৎফুর, শেখ রেজওয়ানুর রহমান, আব্দুল হক জমির, সৈয়দ হোসেন আহমদ ও আবুল খয়ের, যুগ্ম সাধারণ সম্পাদক হচ্ছেন- মো. আবুল হোসেন ও মো. সুহেল আহমদ, যুগ্ম ট্রেজারার হচ্ছেন- মো. হারুনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক : ফয়জুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক : মো. আব্দুল বশির কয়েছ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক : সায়েদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক : ফারুক মিয়া, দপ্তর ও সমাজসেবা সম্পাদক : আবু তাহির আজিজ এবং নির্বাহী সদস্যরা হচ্ছেন – মোহাম্মদ মুজিবুর রহমান, কাউন্সিলর তফজ্জুল হোসেন, শফিউল আলম বাবু, সৈয়দ জামিল, ফয়জুর রহমান চৌধুরী, মো. আবুল হোসেন, আলহাজ্ব রফিক আলী, মোহাম্মদ মোস্তাকুজ্জামান, শাহ হাফিজুর রহমান ও বদর শামসুদ্দিন।
মঙ্গলবার বিকেলে পূর্বলন্ডনের লি মেডিসন রেস্টুরেন্টে সংস্থার দ্বি-বার্ষিক সভায় নতুন এই কমিটির ঘোষণা দেন ইলেকশন কমিশনারের দায়িত্বে থাকা ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী।
এর আগে সংস্থার সভাপতি মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলম বাবু’র পরিচালনায় দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার জায়েদ বক্ত চৌধুরী।
সভায় আয়-ব্যয়ের হিসাব পেশ করেন সংস্থার ট্রেজারার সৈয়দ জামিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার সাঈফ উদ্দিন খালেদ, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ নুরুল ইসলাম দুলু, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র হুমায়ুন কবীর, মিড সাসেক্স ডিস্ট্রিক্ট কাউন্সিল ও বারজেস হিল কাউন্সিলের কাউন্সিলর ও ডেপুটি মেয়র তফজ্জুল হোসেইন, কাউন্সিলর সুরুক আহমদ, কাউন্সিলর রেবেকা সুলতানা ডলি, সৈয়দ সাদেক, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ সাজিদুর রহমান, সাবেক প্রভাষক আব্দুল হক, শামীম আহমদ, মোহাম্মদ ইলিয়াছ মিয়া। তাছাড়াও সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আহমদ, আবুল খায়ের, তফজ্জুল হোসেন, হাফিজুর রহমান লাকু, সৈয়দ হোসেন আহমদ, শেখ রেজওয়ানুর রহমান, সৈয়দ মামুন, ছমির উদ্দিন, দিলাওয়ার হোসেইন, আলিম উদ্দিন, নাজমুল হোসেইন প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন কার্যকরী পরিষদের ঘোষণা দেয়া হয়।-বিজ্ঞপ্তি