শাবিপ্রবি পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র নতুন কমিটি
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৩, ১১:৩১:১২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
প্রতাপ চন্দ্র চৌধুরীকে সভাপতি ও মো. মোতাহের হোসেন সোহেলকে সাধারণ সম্পাদক এবং মো. জিয়া উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ও মো. আমিনুল ইসলামকে কোষাধ্যক্ষ করে এই নতুন কমিটি গঠন করা হয়।
পিএসএস অ্যালামনাইর সাবেক সভাপতি ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ও সাবেক সাধারণ সম্পাদক ইমরান আহমেদ সাধারণ সভার সিদ্বান্ত মোতাবেক গতকাল সোমবার নতুন এই কমিটির অনুমোদন দেয়া হয়।
সহ-সভাপতি, সহ-সম্পাদক, বিভিন্ন সম্পাদকীয় পদ এবং প্রাক্তন ব্যাচগুলোর প্রতিনিধি নিয়ে মোট ৭৭ জনকে নিয়ে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।
এর আগে ২৮ জুলাই দিনব্যাপী শাবিতে পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আলোচনা সভা শেষে অ্যালামনাইদের অংশগ্রহণে ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা হয়। এরপর স্মৃতিচারণ ও মুক্ত আলোচনা সভা হয়।
১৯৯১ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবার পর থেকে পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এ্যাফেয়ার্স, পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল স্টাডিজ নামে বিভাগ থেকে ২৫ টির বেশি ব্যাচের শিক্ষার্থী নানা কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। তাদের একত্রিত করে গঠিত এই পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন।- বিজ্ঞপ্তি