শাবিপ্রবিতে ‘শ্রীলঙ্কার রাজনৈতিক সংকট’ শীর্ষক ওয়েবিনার
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২২, ১০:৪৮:৫৮
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘শ্রীলঙ্কার চলমান রাজনৈতিক সংকট ও বাংলাদেশের জন্য শিক্ষণীয়’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ আগস্ট) অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে কি পার্সন হিসেবে বক্তব্যে রাখেন শ্রীলঙ্কার ফেক্টামের সিনিয়র উপদেষ্টা ড. রাঙ্গা কালানসুরিয়া।
এ সময় তিনি বলেন, চীন শ্রীলঙ্কাকে বলেনি তাদের কাছ থেকে ঋণ নিতে। বরং শ্রীলঙ্কা চীনকে অনুরোধ করেছে আমাদেরকে ঋণ দেন। শ্রীলঙ্কার আজকের এই সংকটের মূল কারণ হচ্ছে শাসক গোষ্ঠীর দুর্নীতি, রাজাপক্ষের পরিবারের একনায়কতন্ত্র, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, শ্রীলঙ্কায় গণতন্ত্রের অভাব ছিল। জনগণের সঙ্গে সরকারের অনাস্থার সম্পর্ক ছিল। এজন্য শ্রীলঙ্কার এই সংকট দেখা দিয়েছে। শ্রীলঙ্কার এই রাজনৈতিক সংকট কাটতে আরও ‘চার থেকে পাঁচ বছর সময় লেগে যাবে’ বলে কালানসুরিয়া ও অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মন্তব্য করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুইনুল ইসলাম বলেন, ‘শ্রীলঙ্কায় গণতন্ত্রের অভাব তো আছেই। সেখানে দুর্নীতি ও একনায়কতন্ত্র রয়েছে। এছাড়া সেখানে গণতন্ত্রও প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় নি। বাংলাদেশের বর্তমান শাসকগোষ্ঠীর মধ্যেও একই ধরণের প্রবণতা লক্ষনীয়। তবে বাংলাদেশের শাসকগোষ্ঠী এখন চেষ্টা করছে এটা থেকে বের হওয়ার। শ্রীলঙ্কার এই বর্তমান অবস্থা থেকে বাংলাদেশের সরকারও এটা থেকে শিক্ষা নিতে পারে।
ওয়েবিনারে পিএসএস বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিনের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. মো. সাহাবুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও পিএসএস বিভাগের অধ্যাপক দিলারা রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসালাম।
ওয়েবিনারে পিএসএস বিভাগের অধ্যাপক ড. এস এম জাকিরুল ইসলাম, অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, সহযোগী অধ্যাপক ড. ফাহমিদা আক্তার, সহকারী অধ্যাপক মো. ফাখরুস সালাম, সহকারী অধ্যাপক আবু সুফিয়ান সহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা যুক্ত ছিলেন।