শাকিরার পর আরো এক বিচ্ছেদ হল পিকের
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২২, ৭:২৯:১৯
দীর্ঘদিনের বান্ধবী, কলম্বিয়ান পপ গায়িকা শাকিরার সঙ্গে ১১ বছরের সংসার ভেঙে গেছে পিকের। এই ভাঙনের পর আরো একটি বিচ্ছেদের অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে বার্সেলোনা তারকা পিকের। তার দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনাও বিচ্ছেদ ঘটিয়ে দিলো জেরার্ড পিকের সঙ্গে।
সঙ্গীতশিল্পী শাকিরার সঙ্গে যে দিন বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেন, তার আগের দিনই বার্সা কোচ জাভি হার্নান্দেজ জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমে তার পরিকল্পনায় নেই পিকে। সুতরাং, বার্সা ছাড়তে হবে এই ডিফেন্ডারকে। পিকে চাইলে এই বছরই অন্য কোথাও যেতে পারেন।
১৯৯৭ সালে বার্সেলোনা অ্যাকাডেমিতে এসেছিলেন ১০ বছরের পিকে। মাঝে ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন। এছাড়া গোটা ফুটবল জীবন পিকে কাটিয়েছেন বার্সেলোনাতেই। সেই পিকের বিরুদ্ধেই জাভির অভিযোগ, মাঠে তার ভূমিকা অপেশাদার। শারীরিক সক্ষমতাও ক্রমশ কমছে। মাঠের বাইরে অন্য বিষয়েই এখন বেশি আগ্রহ ৩৫ বছরের সেন্ট্রাল ডিফেন্ডারের।
২০২৪ সাল পর্যন্ত পিকের সঙ্গে চুক্তি রয়েছে বার্সেলোনার। এক সময় বার্সেলোনার প্রথম একাদশে জাভির সঙ্গে খেলেছেন পিকে। সাবেক সতীর্থের মুখে এমন কথা শুনে প্রাথমিক ধাক্কা খান পিকে। স্পেনের সব বয়সভিত্তিক দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলা পিকে অবশ্য ক্লাব ছাড়া নিয়ে কিছু জানাননি।
জাভির মতামত জানার পর বার্সেলোনাও তাকে রাখতে রাজি নয়। মাঝ পথে চুক্তি ভঙ্গ করলে পিকে’কে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে বার্সেলোনাকে। যদিও ক্লাব কর্তৃপক্ষের আশা, দীর্ঘ সম্পর্কের অবসান হবে শান্তিপূর্ণ ভাবে। পিকে কোনও অন্যায় দাবি করবেন না। অনেক কম মূল্যেই সমঝোতা হবে।