যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া’র ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৭:৫৫
লন্ডন প্রতিনিধি : সাবেক কাউন্সিলর, বিশিষ্ট কমিউনিটি নেতা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ব্রিকলেন জামে মসজিদের প্রেসিডেন্ট আলহাজ্ব সাজ্জাদ মিয়া এমবিই আজ সোমবার সকাল ৫টার দিকে লন্ডনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।
আগামীকাল মঙ্গলবার বাদ যোহর ব্রিকলেন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর বড় ছেলে রাসেল মিয়া।
আলহাজ্ব সাজ্জাদ মিয়া ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতির দায়িত্ব পালন করেন। তার সময়েই সংগঠনের পক্ষ থেকে জিসিএসই ও ‘এ ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শুরু করা হয়। ২০২০ সালে ব্রিটেনের রাণী এলিজাবেথ কর্তৃক এমবিই খেতাবে ভূষিত হন তিনি।
১৯৮৮ সালে টাওয়ার হ্যামলেটস ‘ল’ সেন্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রিটিশ রাজনীতিতেও আবদান রাখেন সাজ্জাদ মিয়া। ১৯৯০ সালে টাওয়ার হ্যামলেটস ওয়েভার্স ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার মাধ্যমে কমিউনিটির নানা উন্নয়ন কর্মকান্ডে বিশেষ অবদান রাখেন। তিনি অন্যান্য সংগঠনের সাথে মিলে দেশে বিদেশে কমিউনিটির সেবায় কাজ করে যাচ্ছেন।
তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রসুলপুরের লাউতলা গ্রামের কৃতি সন্তান ।
এদিকে, ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির সুপরিচিত ব্যক্তি সাজ্জাদ মিয়া এমবিই’র মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর সংবাদে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের জেনারেল সেক্রেটারি হেলাল উদ্দিন আলী, ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বাংলা মিরর, সিলেট মিরর ও হুজ’হু সম্পাদক আব্দুল করিম গনি, ইউ.কে বাংলা টিভি’র চেয়ারম্যান আলহাজ্ব তৌফিক আলী মিনার, লন্ডন এডুকেশন ট্রাস্ট এর চেয়ারম্যান মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সংহিত সাহিত্য পরিষদের চেয়ারম্যান আবু তাহের, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান শামসুল হক, সাধারণ সম্পাদক মো. দিলওয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ জোয়ারদার, ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটি ইউকে’র প্রেসিডেন্ট এমদাদ হোসেন টিপু ও সাধারণ সম্পাদক সাহিন আহমেদ প্রমুখ।