হিলি বন্দর দিয়ে পাথর রফতানি বন্ধ
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৪:০৮
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : পার্কিং চার্জ বৃদ্ধি, ওভারলোডিংসহ ভারতের অভ্যন্তরে নানা জটিলতার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাথর রফতনি বন্ধ করে দিয়েছে ভারত। এতে করে দেশে পাথরের আরও দাম বাড়ার আশঙ্কা করছেন বন্দরের ব্যবসায়ীরা।
শনিবার সকাল থেকে বন্দর দিয়ে পাথর রফতানি বন্ধ রেখেছে ভারত। চিপস পাথর লোডিং না হওয়ায় পাথর আসার সম্ভাবনা নেই। তবে বোল্ডার পাথর রফতানি হবে বলে জানিয়েছেন ভারতীয় সিআ্যন্ডএফ এজেন্ট।
হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, ভারতে পার্কিংয়ে চার্জ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এছাড়া ওভারলোডিংয়ের সমস্যা রয়েছে, ফলে পাথর রফতানিতে সমস্যা হয়েছে। ভারতীয় রফতানিকারক এসোসিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈঠকে বসছে। বৈঠকে বিষয়টি সুরাহা হলে ফের হিলি স্থলবন্দর দিয়ে পাথর প্রবেশ করবে।
হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন জানান, বাংলাদেশে বিভিন্ন প্রকল্পের কাজে পাথর ব্যবহার করা হচ্ছে। যার জন্য ভারত থেকে পাথর আমদানি করা হয়। এমতাবস্থায় ভারতীয় ব্যবসায়ীরা নানা সমস্যার কথা জানিয়ে পাথর রফতানি বন্ধ করে দিয়েছে। যার জন্য বাংলাদেশে পাথরের দাম বৃদ্ধি পেতে পারে।