মসজিদ বানালেন অনন্ত জলিল
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫১:৩৮
নায়ক হিসেবে পরিচিতি পাওয়া অনন্ত জলিল বাংলাদেশের সফলতম ব্যবসায়ীদের একজন। প্রতিনিয়ত তিনি মানুষকে সহযোগিতা করে প্রশংসা পেয়েছন।
এবার স্ত্রী বর্ষার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে মসজিদ নির্মাণ করে বাহবা কুড়াচ্ছেন অনন্ত জলিল। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মসজিদটির উদ্বোধন করেছেন তিনি।
এ সময় অনন্ত জলিলের সঙ্গে ছিলেন তার স্ত্রী নায়িকা বর্ষা, তাদের সন্তানেরা ও গ্রামবাসী। উদ্বোধন শেষে মানুষের মাঝে খাবারও বিতরণ করেন অনন্ত। অপূর্ব এই মসজিদের নাম দিয়েছেন দুই ছেলের নামে; ‘আরিজ আবরার জামে মসজিদ’।
এ প্রসঙ্গে অনন্ত জলিল জানান, মসজিদটির নির্মিত হয়েছে গত বছরে। তবে নতুন বছরের বেশ কিছু সময় তুরস্কে ছিলেন তিনি। তাই সেখানে থেকে ফিরেই দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে মসজিদটির উদ্বোধন করতে যান।