দক্ষিণ আফ্রিকায় ওজু করতে গিয়ে ফেঞ্চুগঞ্জের যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১:৪৫:৩৮
ওজু করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশি যুবক মো. আব্দুল্লাহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার কিম্বার্লি এলাকায়।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাগরিবের নামাজের ওজু করার উদ্দেশ্যে বাথরুমে ঢুকলে দীর্ঘক্ষণ পরেও বের হওয়ায় কোনো সাড়া শব্দ নেই। এমতাবস্থায় দোকানে থাকা অন্য বাংলাদেশিরা দরজা ভেঙে ভিতরে আব্দুল্লাহর নিথর দেহটি পড়ে থাকতে দেখেন। পরক্ষণেই তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত মো. আব্দুল্লাহ সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা। ৭ বছর আগে আব্দুল্লাহ দক্ষিণ আফ্রিকায় আসেন। ইতোমধ্যে তিনি দেশে যাওয়ার অনেক কিছু গুছিয়ে নিয়েছিলেন।