নবীগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হলেন ব্যাংক কর্মকর্তা
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৩:০৬
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ও ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে শেখ মওদুদ আহমদ (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যাংক কর্মকর্তা বানিয়াচং ইসলামী ব্যাংক এজেন্ট শাখার পরিচালক ছিলেন। তিনি বানিয়াচং উপজেলার ইনাতখানি গ্রামের জাহের উদ্দিনের ছেলে।
জানা যায়, সন্ধ্যায় নবীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে বানিয়াচংয়ে যাচ্ছিলেন শেখ মওদুদ আহমদ। পথিমধ্যে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর নামক স্থানে ইটবোঝাই বেপরোয়া ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শেখ মওদুদ আহমদ নিহত হন।
ওই এলাকার মানুষ অভিযোগ করে জানান, রাস্তাটি ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটি কেটে ব্রিকফিল্ডে নেওয়া হয়। আর সেই মাটি নেওয়ার পথে রাস্তায় পড়ে। ফলে একটু বৃষ্টি হলেই রাস্তা পিচ্ছিল হয়ে যায়। আর এ কারণে প্রায়ই এ রাস্তাটিতে দুর্ঘটনা ঘটছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে।