ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ৪ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ৮:১১:৪৩
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যে বৃহস্পতিবার তার চারজন জ্যেষ্ঠ সহকারী কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করেছেন।
এই চার কর্মকর্তা হলেন-বরিসের কার্যালয়ের কমিউনিকেশন ডিরেক্টর জ্যাক ডয়েল, হেড অব পলিসি মুনিরা মির্জা, চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড ও সরকারের জ্যেষ্ঠ আমলা মার্টিন রেনোল্ডস। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডাউনিং স্ট্রিটে করোনা লকডাউনের বিধি ভেঙে পার্টি আয়োজনের দায়ে চাপের মুখে থাকায় ও বরিসের অতিরিক্ত কথা বলার স্বভাবের কারণে এ কর্মকর্তা পদত্যাগ করেছেন।
এই পদত্যাগ প্রসঙ্গে ডয়েল বলেছেন, সাম্প্রতিক কয়েক সপ্তাহ তার জীবনের জন্য কঠিন সময়। তবে তিনি সব সময় দুই বছর পর এ পদ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন।
এদিকে রোজেনফিল্ডের পদত্যাগ প্রসঙ্গে বরিসের কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের এক কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সকালে তিনি পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে দিয়েছেন।
তবে এ পদে অন্য কেউ যুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। বরিসের প্রধান ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করছেন মার্টিন রেনোল্ডস। তার ক্ষেত্রেও এক ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তবে এ পদের দায়িত্ব ছাড়ার পর তিনি আগের দায়িত্বে ফরেন অফিসে ফিরতে পারবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী বরিস দেশটির বিরোধী দলের নেতা কেইর স্টারমার সম্পর্কে মিথ্যা অভিযোগ তোলায় পদত্যাগ করেছেন মুনিরা মির্জা।
বরিসের সহযোগীদের পদত্যাগের ঘোষণা আসার পর বিরোধী দল লেবার পার্টির উপনেতা অ্যাঞ্জেলা রেনার এ নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, বরিসের শীর্ষ উপদেষ্টা ও সহযোগীরা পদত্যাগে করছেন। এটা চূড়ান্ত সময় নিজেকে আয়নায় দেখার। বরিস নিজেই সমস্যা কি না, সেটা বিবেচনার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।