সপ্তম ধাপে সিলেট বিভাগে নৌকা পেলেন যারা
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২২, ১০:৫২:২৯
সপ্তম ধাপে সিলেট বিভাগের ৮টিসহ দেশের ১৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত নেয়।
শুক্রবার (৭ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়।
এই ধাপে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে আব্দুল মতিনকে নৌকার প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
এছাড়া বিভাগের মধ্যে সুনামগঞ্জ জেলার তাহিরপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলার শ্রীপুর উত্তরে আবুল খায়ের, শ্রীপুর দক্ষিণে বিশ্বজিত সরকার, বড়ল উত্তরে জামাল উদ্দিন, বড়দল দক্ষিণে সাইফুল ইসলাম, বাঘাটে সুজাত মিয়া, তাহিরপুর সদরে মোতাহার হোসেন আখঞ্জী শামীম ও বালিজুরীতে আতাউর রহমান।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে এসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।