যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়াধীন: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২২, ১১:২১:৫৪
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এটা কোনো বাল্বের সুইচ নয় যে টিপ দিলেই নিভবে আর জ্বলবে। বিষয়টি প্রক্রিয়াধীন। আশা করছি, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।
শুক্রবার রাতে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী পাইলট উচ্চ বিদ্যালয়ে ছয় দশক আগের লেখাপড়ার স্মৃতিচারণ করে বলেন, অনেক কিছুই এখন বদলে গেছে। বিদ্যালয়ে স্থাপন করা কর্নারের বিষয়ে বলেন, এ থেকে শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে।
সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খানের সভাপতিত্বে শিক্ষক ফৌজিয়া আক্তার অনুষ্ঠান পরিচালনা করেন।
একই রাতে নগরীর একটি হোটেলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ড. মোমেন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী শনিবার সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। নগর ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আমরা সিলেট থেকে কলকাতায় নদীপথে যাওয়ার ব্যবস্থা করতে চাচ্ছি। সিলেটে তো অনেক নদীনালা আছে। সেগুলো উন্মুক্ত থাকবে এবং নদীপথ ব্যবহার করে পার্শ্ববর্তী দেশের সঙ্গে বাণিজ্যের বিশাল দিগন্ত উন্মোচন হবে।
এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন উপ-শহর হাই স্কুলের নতুন ভবনের উদ্বোধন ও সদর উপজেলার কাজিরগাঁওয়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন।