গোলাপগঞ্জে ভোটের ফল ঘোষণার পর সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২১, ১:০৪:১৭
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের ফলাফলকে কেন্দ্র করে পুলিশ ও এক প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আবদুস সালাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। রবিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার বৈটিকর এলাকায় এ ঘটনা ঘটে।
আবদুস সালাম বৈটিকর বাজারের একটি সাইকেল-রিকশার গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করতেন। তার বাড়ি গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়নের রামপা গ্রামে। লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮টার দিকে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রের ফলাফলকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা এমরান হোসেনের লোকজন বৈটিকর বাজারে এসে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে এমরান হোসেনের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ টিয়ার শেল ও গুলি ছোড়ে।
সংঘর্ষের সময় আবদুস সালাম গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সালামের বুক ও পেটে গুলির চিহ্ন দেখা গেছে।
নিহতের ছেলে জসিম উদ্দিন বলেন, আমার বাবা একজন মেকানিক। ঘটনাস্থল হয়ে বাড়ি ফেরার পথে তাকে কে বা কারা গুলি করে। পরে তিনি মারা যান।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, ফলাফল ঘোষণার পর চেয়ারম্যান প্রার্থী এমরান হোসেনের লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশর ওপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন পুলিশ আহত হন।
তিনি বলেন, আবদুস সারাশ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে কার গুলিতে মারা গেছেন সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুরো ঘটনা নিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।