ওমরাহ হজ্ব করতে গেলেন মাহি
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২১, ৭:২৬:২৩
ওমরাহ হজ্ব করতে মক্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। বুধবার নিজের ফেসবুকে মাহি জানিয়েছেন, তারা সৌদি আরব যাচ্ছেন। দেশটির মক্কা নগরীতে যাবেন ওমরাহ হজ পালন করতে।
আর এই খবর জানানোর সময় তিনি যে কটি ছবি ব্যবহার করেছেন তার সবকটিতেই স্বামী রাকিবকে টুপি পরিহিত ও নিজেকে বোরকা ও নেকাবে আচ্ছাদিত করেছেন নায়িকা।
ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবার ওমরাহ করতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের উর্ধ্বে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন’।
চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ে করেছেন সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকারকে। রাকিব সরকারের স্ত্রী রয়েছে, রয়েছে সন্তানও। রাকিব সরকার গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই। এদিকে মাহিরও এটি দ্বিতীয় বিয়ে।
বিয়ের পরে মাহির জন্মদিন পালন করা হয় বেশ ঘটা করে। মাহির স্বামী বেশ ঘটা করেই জন্মদিনের আয়োজন করে মাহিকে সারপ্রাইজ দেন। তবে এরচেয়েও চমকপ্রদ ঘটনা প্রথমে মাহিয়া মাহি দিয়েছেন। রাকিবের জন্মদিনের সারপ্রাইজ হিসেবেই উপহার দিয়েছেন ‘বিয়ে’।
জন্মদিনে বিয়ে উপহার প্রসঙ্গে মাহি বলেছিলেন, ‘দিনটি ছিল ওর (রাকিবের) জন্মদিন। আমার তরফ থেকে বিয়ে তার জন্য বার্থডে গিফট। বিয়ের সিদ্ধান্তের পরেই আমার মনে হয়েছিল, এই দিনেই বিয়ে করব। আরেকটা কথা, এই পরিকল্পনা আসলে আমাদের নয়। ওর সঙ্গে তো আমার প্রেম ছিল না। বন্ধু হিসেবে একটু ঘুরতাম। এই নিয়ে এত নিউজ হয়েছে, চারদিকে এত গুজব ছড়াচ্ছিল, সেই নিউজ দেখেই কথা বলতে বলতে আমরা সিদ্ধান্ত নিই, চলো, বিয়ে করি। আমিও একা ছিলাম, সেও একা ছিল। আমাদের মধ্যে অনেক দিক দিয়েই মতের মিল ছিল’।
মাহি এর আগে ২০১৬ সালে মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন। চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এ অভিনেত্রী। এর পরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। পরবর্তী সময়ে বিয়ের গুঞ্জন শুরু হয়। অবশেষে সেই গুঞ্জন সত্যি হয়েছে।