জামিন পেলেন সায়নী ঘোষ
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২১, ৮:৩১:৩৮
হত্যা চেষ্টার অভিযোগে ত্রিপুরায় গ্রেফতার হওয়া তৃণমূল যুব কংগ্রেস নেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষ। সোমবার তাকে আদালতে তোলা হলে ২০ হাজার রুপির বন্ডে জামিন পান তিনি। তৃণমূলের ত্রিপুরা রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ আদালতকে ধন্যবাদ জানিয়েছেন।
রবিবার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সায়নী ঘোষকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ। তার বিরুদ্ধে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জনসভায় হট্টগোল ছড়ানোর অভিযোগ আনা হয়। তাকে আগরতলা থানায় জিজ্ঞাসাবাদের সময় তার ওপর বিজেপি গুন্ডারা হামলা চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। সায়নীর সঙ্গে তৃণমূলের অন্য নেতারাও ছিলেন। পূর্ব আগরতলা নারী থানার অভ্যন্তরে তাদের ওপর হামলা হয়েচে বলে অভিযোগ তুলেছে তৃণমূল।
রবিবার পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত পুলিশ সুপার বিজে রেড্ডি জানান, ‘প্রাথমিক প্রমাণ পাওয়ার পর সায়নী ঘোষকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইপিসির ৩০৭ ও ১৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে।’