৫ দফা দাবিতে সোমবার থেকে আবার সিলেটে পরিবহন ধর্মঘট
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২১, ৮:১৫:২১
পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগে সোমবার ভোর থেকে অনির্দিষ্টকালের ‘কঠোর পরিবহন ধর্মঘট’-এর ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি। রোববার দুপুরে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ ধর্মঘটের সিদ্ধান্ত নেন নেতারা। ফলে সিলেট বিভাগে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে। এর আগে একই দাবিতে সিলেটে পৃথকভাবে বাস, ট্রাক ও অটোরিকশা ধর্মঘট পালন করেন শ্রমিকরা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আবু সরকার সমকালকে বলেন, ‘আমরা অপরাগ হয়ে কর্মসূচি দিয়েছি। বারবার আমাদেরকে দাবি পূরণের আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করা হয়নি।’
শ্রমিক নেতারা বলেন, পরিবহন শ্রমিকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে। বিশেষ করে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সব ধরনের হয়রানি বন্ধ, শেরপুর, শেওলা, লামাকাজী, শাহপরাণ ও ফেঞ্চুগঞ্জ সেতু থেকে টোল আদায় বন্ধ ও চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, অটোরিকশাসহ সব ধরনের গাড়ির পার্কিং ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।
শ্রমিক নেতারা আরও জানান, সবশেষ ৫ দফা দাবিতে প্রশাসনের কাছে ১৫ দিনের আলটিমেটাম দিয়ে স্মারকলিপি দেওয়া হয়। রোববার আলটিমেটাম শেষ হয়। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে সোমবার থেকে সিলেট বিভাগে সব ধরনের পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করে।