সিলেট মোবাইল পাঠাগারের নতুন কার্যকরী কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২১, ১০:০১:৪৭
স্টাফ রিপোর্টার : বই পড়াকে সামাজিক আন্দোলনে পরিণত করার শপথ গ্রহণের মধ্য দিয়ে সিলেটের দুই দশকের প্রাচীন সাহিত্য সংগঠন সিলেট মোরাইল পাঠাগারের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ অক্টোবর রাত ৮টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাইয়ের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কর্নেল (অব:) আতাউর রহমান পীর।
পাঠাগারের সাধারণ সম্পাদক মহীউদ্দিন চৌধুরী মিনারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ডা: মো. আব্দুল জলিল চৌধুরী. মো.বশির উদ্দিন, আব্দুল ওয়াছে চৌধুরী জুবের, জগলু চৌধুরী, সেলিম আউয়াল, সৈয়দ মবনু, বেলাল আহমদ চৌধুরী, আব্দুস সাদেক লিপন, ইশরাক জাহান জেলী, হেলাল হামাম, আব্দুল করিম চৌধুরী প্রমূখ।
সভা শেষে দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীকে সভাপতি ও আব্দুস সাদেক লিপনকে সাধারণ সম্পাদক করে ২০২২-২০২৩ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন, সহ সভাপতি বশির উদ্দিন আহমদ, মহীউদ্দিন চৌধুরী মিনার, সালেহ আহমদ খসরু, সৈয়দ মুবিন আহমদ মবনু ও আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, সাধারণ সম্পাদক আব্দুস সাদেক লিপন, যুগ্ম সম্পাদক হেলাল হামাম, সহ সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলী, কোষাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ তাহের, সাহিত্য সম্পাদক বেলাল আহমদ চৌধুরী, পাঠাগার সম্পাদক অরুপ নাগ, সদস্য কর্নেল অেব:) আতাউর রহমান পীর, জগলু চৌধুরী, সেলিম আউয়াল । উপদেষ্টা শফিউল আলম চৌধুরী নাদেল, জামিল আহমদ চৌধুরী, এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট ফয়সল আহমদ চৌধুরী, আফজাল রশিদ চৌধুরী, ডা: মো. আব্দুল জলিল চৌধুরী, দীনুল ইসলাম চৌধুরী, ডা. শাহ জামান চৌধুরী বাহার, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ জয়নুস শামস, আব্দুল করিম গনি, মইনুদ্দিন চৌধুরী পাপ্পু ও আফজালুর রহমান চৌধুরী নাজলু।