সিলেটে ক্বিন ব্রিজে প্রগতির ‘ম্লান বিকেলের কবিতা’
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২১, ৮:৩১:২০
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, সিলেট জেলা কমিটির উদ্যোগে আজ এক ভিন্নতর আবহে সিলেট শহরের ঐতিহ্যবাহী ক্বিন ব্রিজের নীচে সুরমা নদীর পাড়ে পড়ন্ত বিকেলে এক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫ নভেম্বর) বিকালে সংগঠনের সভাপতি এ কে শেরামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্লব নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত কবিতা-অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন মাধব রায়, সুব্রত দাশ, সনজিত কান্তি দেব, রওশন আরা বাঁশি, কাউসার হোসেন, ময়ূখ দাস, দুর্জয় দাস, হাসান বক্ত চৌধুরী কাউসার ও আয়েশা মুমিন।
সন্ধ্যার ঠিক প্রাক্কালে আয়োজিত কবিতা-অনুষ্ঠানটি অনেক ভ্রামণিক বন্ধুরাও সাগ্রহে উপভোগ করেন।