শ্রীমঙ্গলে বিরল প্রজাতির ‘কালো বক’ এর সন্ধান
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২১, ৯:৩৫:৪৮
শ্রীমঙ্গলে বিরল প্রজাতির একটি ‘কালো বক’ এর সন্ধান পাওয়া গেছে। আজ সোমবার সকাল ১১টায় শ্রীমঙ্গলের সু-বিশাল হাইল-হাওরে এর সন্ধান পাওয়া যায়। গত ২০ বছরে শ্রীমঙ্গলে এ বকের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে এর পরিচালক স্বপন দেব সজল জানান, আজ সোমবার সকাল ১১টার দিকে হাওরে মাছ ধরার জন্য পেতে রাখা বড়শীতে কালো বক’টি আটকা পড়ে। পরে জনৈক রাজা মিয়া সেলফোনে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক সজল দেব কালো বকটিকে সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন।
তিনি জানান, গত ২০ বছরে শ্রীমঙ্গল অঞ্চলে কালো বক দেখা যায়নি।
কালো বকের ইংরেজি নাম Black Bittern এবং বৈজ্ঞানিক নাম Dupetor Flavicollis. এ পাখিটি চরখুচি নামেও পরিচিত। এর দৈর্ঘ্য ৫৮ সেমি, ওজন ৩০০-৪২০ গ্রাম। মাথা ও ঘাড় বেয়ে কালো পালক নেমে সারা পিঠে ছড়িয়েছে। ঘাড় ও গলার পাশটা কমলাটে। বুকে ও গলায় খাড়া খাড়া কালচে রঙের টান। ঠোঁট হলদে-ধূসর ও পা কালচে। মাছ, ঘাসফড়িং, ব্যাঙ ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। নিচু গাছে বা ঝোপঝাড়ে শুকনো ডালপালা দিয়ে বাসা করে প্রজনন মৌসুমে চারটি ডিম পাড়ে। ১৮-২২ দিনে বাচ্চা ফুটে। সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের হাওর ও বিলে এর কদাচিত দেখা মেলে। সজল দেব জানান, বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে শ্রীমঙ্গলের পাখির অভয়ারণ্য বাইক্কা বিলে এটিকে অবমুক্ত করা হবে।